Thursday, March 6, 2014

প্যাকেজ কিনে হয়তো ইন্টারনেট ব্যবহারের দিন, ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আসছে সারা বিশ্ব


প্যাকেজ কিনে হয়তো ইন্টারনেট ব্যবহারের দিন ফুরাচ্ছে। কারণ মার্কিন একটি প্রযুক্তি কোম্পানি পরিকল্পনা করছে পুরো বিশ্বকেই ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার। যার মাধ্যমে ইন্টার নয় বরং ব্যবহার করা যাবে আউটারনেট। তাও আবার এই সেবা গ্রহণ করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে।




এর আগে সাবমেরিন কেবলের মাধ্যমে বিশ্বজুড়ে সব মানুষের কাছে ইন্টারনেট সেবা পৌঁছানো হলেও এবার নতুন এই বৃহৎ কলেবরের ওয়াই-ফাই নেটওয়ার্ক পরিচালনা করা হবে মহাকাশ থেকে। তাই এর নাম রাখা হয়েছে আউটারনেট।




সম্প্রতি নিউইয়র্কভিত্তিক অলাভজনক সংস্থার মিডিয়া ডেভলপমেন্ট ইনভেস্টমেন্ট ফান্ড (এমডিআইএফ) পৃথিবীর সমস্ত ইন্টারনেট ব্যবহারকারীকে এই সুসংবাদ

৯ টি প্রশ্নে যাচাই করে নিন আপনার বিজ্ঞান জ্ঞান!

নিউজ ডেস্ক : দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া চলা আমাদের পক্ষে অসম্ভব। এ কারণে কিছু কিছু বিজ্ঞান আমাদের সবারই জানা আছে। ফুটন্ত পানি ধরতে গেলে হাত পুড়ে যাবে, খালি হাতে তার ধরতে গেলে শক লাগবে, রৌদ্রে বেশিক্ষণ থাকলে পুড়ে যাবে ত্বক- এসব আমরা জেনে আসছি ছোটবেলা থেকে এবং একে বিজ্ঞান মনেও করি না। কিন্তু অবাক হলেও সত্যি, একদম প্রাথমিক স্তরের কিছু বিজ্ঞান আমাদের বেশির ভাগ মানুষেরই জানা নেই। তার জায়গা দখল করে আছে একেবারে ভ্রান্ত কিছু ধারণা এবং কুসংস্কার। দেখে নিন এমন কয়েকটি প্রশ্ন, যা থেকে বোঝা যাবে বিজ্ঞান বিষয়ে আপনার জ্ঞান ভালো, মোটামুটি নাকি একেবারেই যাচ্ছেতাই।

১) পৃথিবীর কেন্দ্র অত্যন্ত গরম। সত্যি না মিথ্যা?
২) মহাদেশগুলো এক জায়গায় স্থির নয়, বরং তারা মিলিয়ন মিলিয়ন বছর ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থান পরিবর্তন করছে, এবং ভবিষ্যতেও করবে। সত্যি না মিথ্যা?
৩) পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, নাকি সূর্য পৃথিবীর চার দিকে ঘোরে?
৪) সকল তেজস্ক্রিয়তা (রেডিওঅ্যাকটিভিটি) মানুষের তৈরি। সত্যি না মিথ্যা?
৫) ইলেকট্রন পরমানুর চাইতে ছোট। সত্যি না মিথ্যা?
৬) শব্দ তরঙ্গ কেন্দ্রীভূত করে লেজার রশ্মি তৈরি করা হয়। সত্যি না মিথ্যা?
৭) বাবার জিন নির্ধারণ করে তার বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে। সত্যি না মিথ্যা?
৮) অ্যান্টিবায়োটিক ভাইরাস এবং ব্যাকটেরিয়া দুটোই মেরে ফেলে। সত্যি না মিথ্যা?
৯) আধুনিক মানুষ এসেছে অন্য প্রাণী থেকে বিবর্তিত হয়ে । সত্যি না মিথ্যা?

উত্তর
প্রশ্নগুলো অতিরিক্ত সহজ মনে হতে পারে অনেকের কাছেই। কিন্তু আপনি জানেন কি, এই সহজ প্রশ্নগুলোই অনেককে বিভ্রান্ত করে দিতে সক্ষম। অনেকেই দিতে পারেন ভুল উত্তর। তো দেখে নিন ঠিক উত্তরগুলো কি-

ধর্ষণ ঠেকানোর অন্তর্বাস


বিজ্ঞান ও প্রযুক্তি: সারা পৃথিবীতেই ধর্ষণের ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে ধর্ষণ মোকাবিলায় এক বিশেষ ধরনের অন্তর্বাস তৈরি করেছে এআই ওয়্যার নামে একটি মার্কিন কোম্পানি। তাদের দাবি, এই বিশেষ অন্তর্বাস নারীদের ওপর যৌন আক্রমণ ঠেকাতে সক্ষম।

কোম্পানিটি বলছে, এটি পড়লে নারীরা অনেক বেশি নিরাপদ বোধ করবেন নিজেদের। এক ধরনের বিশেষ কাপড় দিয়ে এই পোশাক তৈরি করা হয়েছে। যে কাপড় দিয়ে এটি তৈরি করা হয়েছে তা সহজে ছেঁড়া বা খোলা যায় না।

এআই ওয়্যারের দাবি, নারীরা তাদের ওপর যৌন আক্রমণ ঠেকানোর ক্ষেত্রে বর্ম হিসেবে ব্যবহার করতে পারবেন এই অন্তর্বাস। এই শর্টস কাম অন্তর্বাসটি বেল্টের সঙ্গে এমনভাবে আটকে থাকে যা জোর করে ছিঁড়ে ফেলা খুবই কঠিন কাজ। প্রয়োজন অনুসারে উরুর সঠিকস্থানে বেছে ব্যবহারকারীরা তা লক করে নিতে পারবেন।

উরুর কাছে একবার লক লাগানো হয়ে গেলে অন্তর্বাসটিকে আর খোলা তো দূরের কথা সরানোও সম্ভব হবে না। কোমরের কাছেও থাকছে একই ধরনের লক করার ব্যবস্থা। নির্দিষ্ট পদ্ধতি মেনেই একমাত্র তা খোলা সম্ভব।

পদার্থবিজ্ঞানের নিয়মকে ভুল প্রমাণ করে আবিষ্কার হল পদার্থের নতুন অবস্থা


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পদার্থের তিনটা অবস্থার কথা সকলে আমরা জানি।
১. কঠিন
২. তরল
৩. গ্যাসীয়।

মাঝে মাঝে চতুর্থ অবস্থা প্লাজমা অবস্থার কথাও শুনি। এই সব অবস্থার সবগুলোই মেনে চলে পদার্থবিজ্ঞানের সব নিয়ম। কিন্তু একদল গবেষক জানাচ্ছেন ভিন্ন কথা। তাদের এই গবেষনাটি সকল ক্ষেত্রে সফলতা দেখালে পদার্থবিজ্ঞানের সকল বই লিখতে হবে নূতন করে। পদার্থকে সাধারণত চাপ দিলে সংকুচিত হয়। চাপ বেশি হলে সংকুচনটাও হয় বেশি। সংকুচিত হতে হতে একদম চূড়ান্ত পর্যায় পর্যন্ত হয়। কিন্তু শিকাগোর উপশহরের এক গবেষণাগারে প্রচণ্ড চাপের ফলাফল দেখা গেছে অন্যরকম। যখনই কোনো কিছুতে চাপ প্রয়োগ করা হয় সেটি সংকুচিত হতে থাকবে যদি না সেটি করার সময় আপনি অবস্থান করেন শিকাগোর উপশহরের আর্গন ন্যাশনাল ল্যাবরেটরিতে(Argonne National Laboratory)। সেখানে চাপের ফলে বস্তু সংকুচিত না হয়ে হয়ে গেছে অসংখ্য ছিদ্রযুক্ত স্পঞ্জের মত। যাকে বিজ্ঞানের ভাষায়

চাঁদের আলোয় শক্তি উৎপাদন!


নিউজ ডেস্ক : আজ তা বাস্তব। মানুষের শক্তির প্রয়োজনীয়তা দিনে দিনে বাড়ছে। মানুষের ক্রমবর্ধমান শক্তিক্ষুধা মেটাতেই বিজ্ঞানীরা হাত বারিয়েছেন চাঁদের আলোর দিকে। চাঁদের আলো হয়ত ভবিষ্যতে আর শুধু কবিতায় থাকবে না থাকবে বিজ্ঞানীদের টেবিলেও।

কাহিনীর সূত্রপাত যখন Barcelona ভিত্তিক কোম্পানি Rawlemon প্রথম বাড়ির জানালায় স্বচ্ছ সৌরশক্তি উৎপাদনকারী ব্যবস্থার নকশা প্রণয়নের কাজে হাত দেয়। আন্দ্রে বাসেল, একজন জার্মান স্থাপত্যবিদ । তিনি একটি প্রায় স্বচ্ছ কাচের গোলক তৈরি করেন যা কিনা জানালার বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে, এবং তা সৌরশক্তি সংগ্রহ করতে পারবে । কিন্তু এই নকশা যে কতটা কার্যকর তা বোঝা গেল যখন নকশাটির প্রোটোটাইপ পরীক্ষা করতে নেয়া হল । বাসেলের এই নকশা সাধারন সোলার প্যানেল থেকে ৩৫% বেশি কার্যদক্ষতা দেখায়। আমরা জানি যে আমাদের বর্তমান প্রযুক্তির সোলার প্যানেলগুলোর কার্যদক্ষতা খুবই কম ।

দুনিয়া জুড়ে গবেষণা চলছে কিভাবে সোলার প্যানেলের কার্যদক্ষতা বাড়ানো যায় । সেক্ষেত্রে বাসেলের নকশা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।

শুধুমাত্র কার্যদক্ষতাই নয়, বাসেলের এই নকশা আমাদের বর্তমান সোলার প্যানেলের একটি বড় সমস্যাকে সমাধান করে। বর্তমান সোলার প্যানেলগুলো মেঘলা দিনে কাজ করতে পারে না। কিন্তু বাসেলের নকশা আলোকতরঙ্গকে ঘনীভূত করে তীব্রতা দশ হাজারগুণ বাড়িয়ে দেয়। আর একারনেই এই সোলার প্যানেল শুধুমাত্র মেঘলা দিনেই নয়, রাতেও চাঁদের আলোকে শক্তিতে রুপান্তর করতে পারে। তবে চাঁদের আলো থেকে কিন্তু আহমরি পরিমানের শক্তি উৎপাদন করা যাবে না । চাঁদের আলোর তীব্রতা অনেক কম, প্রতি বর্গ মিটারে ১.৪৬ মিলিওয়াট । যা কিনা সূর্যের আলোর তীব্রতার তিন লাখ বিয়াল্লিশ হাজার ভাগের এক ভাগ মাত্র । তাই বিজ্ঞানীদের চোখ এখন মেঘলা দিনের

এবার গাড়ি চলবে বাতাসে


ডেস্ক : গাড়ি বাতাসে চলবে । এটা কি ভাবে সম্ভব তাই ভাবছেন? অবাক হওয়ার কিছু নেই, এটাই ঘটতে যাচ্ছে। বাতাস চালিত হাইব্রিড কারটি এবার ফ্রান্সের গাড়ি উৎপাদক প্রতিষ্ঠান পিউগাত বাজারজাত করার ঘোষণা দিয়েছে।

গাড়িটি ২০১৫ সাল নাগাদ বাজারে ছাড়বে পিউগাত । এটি হবে প্রথম বাতাস চালিত গাড়ি। এর নতুন ‘হাইব্রিড এয়ার’ ইঞ্জিন সিস্টেমে পেট্রলের সাথে সঙ্কুচিত বাতাস মিশ্রিত করে জ্বালানী হিসেবে ব্যাবহার করবে। এতে জ্বালানী খরচ বাঁচবে ৮০ শতাংশ।

মজার ব্যাপার হল এটি পেট্রল অথবা বাতাসের অথবা উভয়টির মাধ্যমে চলতে পারে। শহরাঞ্চলে 43mph এর কম গতিতে চালালে এয়ার

চিনি থেকে তৈরি হতে পারে ভবিষ্যতের ব্যাটারি

বিজ্ঞান ও প্রযুক্তি : শক্তি উৎপাদনে এখন এমন উপাদান ব্যবহার করার কথা বলা হচ্ছে যা পরিচ্ছন্ন, কার্যকর এবং পরিবেশ দূষণ করবে না, অথবা কম করবে। এ কারণে বিজ্ঞানীরা ঝুঁকছেন বায়োব্যাটারির দিকে। কি এই বায়োব্যাটারি? এগুলো হলো এমন শক্তি উৎপাদনে সক্ষম বস্তু যা জৈব শক্তিকে ব্যবহার করে। খুব বেশি শক্তি উৎপাদন করতে না পারলেও পরিবেশ রক্ষার জন্য এগুলো ভালো। তবে এখন এমন এক বায়োব্যাটারি তৈরি করতে পারা গেছে যা একই সাথে হালকা এবং তৈরি করতে পারে উল্লেখযোগ্য পরিমাণে শক্তি। এগুলো ব্যবহার করা যেতে পারে আমাদের নিত্যদিনের ব্যবহার্য সেলফোনগুলোতেই। আর এই ব্যাটারির শক্তি যোগাবে চিনি!

ভার্জিনিয়া টেক এর গবেষক পার্সিভাল ঝ্যাং এবং ঝিগুয়াং ঝু এই নতুন বায়োব্যাটারি তৈরি করেছেন যা সাধারণ লিথিয়াম আয়ন ব্যাটারিকে টেক্কা দিতে সক্ষম হবে। Nature Communications জার্নালে প্রকাশিত হয় এই গবেষনার তথ্য।

শরীরে মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার মাধ্যমে চিনি থেকে শক্তি উৎপাদন হয়। সেখানে চিনি থেকে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড এবং

টুইটে হদিস মিলবে যৌন অপরাধের


ডেস্ক: মাইক্রো ব্লগিং সাইট টুইটারের সূত্র ধরে এবার খোঁজ মিলবে এইডস সংক্রান্ত অপরাধের। কারা মাদকাসক্ত তাও সহজেই জেনে নেয়া যাবে শুধুমাত্র টুইট ফলো করে৷ এই অভিনব পদ্ধতি আবিস্কার করেছেন ক্যালিফর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিজ্ঞানী।
তারা জানান, একজনের করা টুইট ফলো করে তার যৌনতা সংক্রান্ত অভিব্যক্তি ধরা পড়বে সহজেই। ধরা যাবে তিনি মাদকাসক্ত কিনা। তাদের মতে, একজন যখন টুইট করেন তখন তার আদিম মানসিকতা সহজেই ধরা পরে। সে রকমই দেখা গিয়েছে পরীক্ষা-নিরীক্ষা ও গবেষণায়।
জানা গেছে, কারো টুইটে তার যৌন কিংবা মাদক সংক্রান্ত ব্যবহার ধরা পড়লেই সেই লিঙ্কটি পাঠিয়ে দেয়া হবে ‘জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অব এইচআইভি কেসেসের’ দপ্তরে। ব্যাস এরপরে সংস্থার পক্ষ থেকে ফলো করা শুরু হবে সেই ব্যক্তির টুইটার অ্যাকাউন্ট।
‘সেন্টার ফর ডিজিটাল বিহেভিয়র’ এর সমন্বয়ক সিন ইয়ং জানিয়েছেন, ২০১২ সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত করা এক সমীক্ষায় দেখা গিয়েছে, টুইটারে মানুষের যৌন-ব্যবহার সবচেয়ে বেশি করে ধরা পড়ে। মে থেকে ডিসেম্বর পর্যন্ত ৫৫০ মিলিয়ন টুইটের মধ্যে

বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ

বিজ্ঞান ও প্রযুক্তি :যুক্তরাজ্যে তৈরি করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ। বলা হচ্ছে ৩০০ ফুট দীর্ঘ এই বিমানপোতটি হেলিকপ্টার, এয়ারশিপ ও উড়োজাহাজ—এ তিনের সমন্বয়। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো একবার জ্বালানি ভরার পর এটি টানা তিন সপ্তাহ উড়তে সক্ষম।
আগের সবচেয়ে বড় উড়োজাহাজ ছিল এয়ারবাস কোম্পনির এ-৩৮০ এবং বোয়িং কোম্পানির ৭৪৭-৮। নতুন উড়োজাহাজটি এ দুটির চেয়ে প্রায় ৬০ ফুট বেশি দীর্ঘ। পুরো পরিকল্পনা বাস্তবায়িত হলে উড়োজাহাজটি পানিতেও অবতরণ করতে পারবে। এটি মূলত একটি শক্তিশালী পরিবহন বিমান।
যুক্তরাজ্যভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিক্যালস লিমিটেড (এইচএভি) ৬০০ কোটি পাউন্ড ব্যয়ে নতুন উড়োজাহাজটি তৈরি করেছে। মূলত মার্কিন সামরিক বাহিনীর জন্য এটি তৈরি করা হয়েছে।
সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষ নাগাদ নতুন উড়োজাহাজটি দিয়ে প্রথম ফ্লাইট পরিচালনা করা হবে। পরে এটি আরও বড় আকারে তৈরির পরিকল্পনা রয়েছে। তখন এটি ৩৯০ ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে। আর প্রশস্ততা ও উচ্চতা হবে যথাক্রমে ১৯৬ ফুট ও ১১৫ ফুট। মালের পাশাপাশি ৫০ জন যাত্রী ধারণক্ষমতা রয়েছে বিশাল উড়োজাহাজটির। এটি ৫০ টন ওজনের জিনিসপত্র পরিবহনে সক্ষম হবে বলে

গুগল প্লে চলবে নোকিয়ায়!

বহু প্রতীক্ষিত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত স্মার্টফোন বাজারে আনছে নোকিয়া। তবে এতে কিন্তু যোগ হওয়ায় আশা পূরণ হচ্ছিল না অনেকের। কেননা নোকিয়া ব্যবহারকারীদের সরাসরি গুগল প্লে ইন্সটল করার সুযোগ থাকবে না। এ পরিস্থিতিতে এবার সুখবর নিয়ে দিয়েছেন ডেভেলপাররা। নোকিয়ার ডেভেলপাররা স্মার্টফোনটি রুট করে এতে গুগল প্লে স্টোরের সেবা ইন্সটল করতে সক্ষম হয়েছেন। এতে করে নোকিয়ার নতুন স্মার্টফোন ব্যবহারকারীরা সরাসরি গুগল প্লে থেকে অ্যাপস ব্যবহার করতে পারবেন।


নোকিয়া এক্স রুট করার কাজে ব্যবহার করা হয়েছে ফ্রামারুট অ্যাপটি। বেশিরভাগ নতুন ডিভাইস রুট করার কাজে এ অ্যাপ বেশ কার্যকর। এর পর সিস্টেমে গুগল অ্যাপস প্যাকেজটি দিয়ে দেওয়া

মোটরবাইকে যোগ হলো এয়ারকন্ডিশনার!

বিজ্ঞান ও প্রযুক্তি: আমাদের দেশে মোটরবাইক সব চাইতে জনপ্রিয় একটি পরিবহণের উপায় হয়ে উঠেছে। রাস্তায় জ্যামে বসে থাকার চাইতে বাইকে চড়ে জ্যাম ফেলে ছুটে চলার জন্য তরুণ থেকে শুরু করে মধ্যবয়েসীরাও মোটরবাইককে প্রাধান্য দেন। কিন্তু, যারা মোটরবাইক চালান তারা রাস্তায় চলার সময় রোদের তাপে পুড়ে বেশিরভাগ সময় ভাবেন ছায়ায় যেতে পারলে কতোটা ভালোলাগত। পাশ দিয়ে একটি এয়ারকন্ডিশন্ড গাড়ি গেলে মন ঠাণ্ডা বাতাসের জন্য অস্থির হয়ে পরে। কিন্তু দুই চাকার এই বাইকে এয়ার কন্ডিশনার থাকা তো অসম্ভব।

এই অসম্ভবকে সম্ভব করেছে ইউরোপের একটি মোটরবাইক তৈরির কারখানা ‘প্যারাভেস’। ‘প্যারাভেস মনোট্র্যাকার’ বিশ্বের প্রথম এয়ারকন্ডিশন্ড মোটরবাইক। এটি মূলত একটি স্পোর্টস বাইক যা বেশ দ্রুতগতিতে ছুটতে সক্ষম। প্যরাভেস কোম্পানি বাইক চালকদের কথা মাথায় রেখে এই বাইকটি তৈরি করেন। এই বাইকটিতে রয়েছে দুজন বসার যোগ্য একটি কার্বন ফাইবারের তৈরি এয়ারকন্ডিশন্ড কেবিন। যা আপনাকে বাঁচাবে কড়া রোদের তাপ থেকে। শুধু তাই নয় বর্ষার সময় যারা বৃষ্টিতে বাইকে ভিজে ভিজে কাজে যান তাদের জন্যও এই বাইকটি বেশ উপযোগী। কারন

Monday, March 3, 2014

আকাশযান এখন রাস্তায়

রাস্তা দিয়ে চলার
পাশাপাশি এই
গাড়ি উড়ে বেড়াতেও সক্ষম।
টেরাফুজিয়া নামে ইউ,এস,এ-
এর একটি অটোমোবাইল
কোম্পানি এই গাড়ির পরীক্ষামূলক
চালনা সফলভাবে সম্পন্ন
করেছে। এক বছরের মধ্যেই আপনি হতে পারেন এই গাড়ির

Friday, February 21, 2014

আপনার মোবাইল হারিয়ে যাবার পরও ট্রেস করুন

ধাপগুলো অনুসরণ করুন।
১. আপনার মোবাইল থেকে *#০৬# চাপুন ।
২. এবার আপনি ১৫ সংখার একটি নাম্বার দেখতে পাবেন।এটাকে IMEI no বলা হয়।IMEI no টি আপনি কোন জায়গায়
লিখে রাখুন।অবসসই মোবাইল এ না। কারন আপনার মোবাইল টি হারিয়ে গেলে আই নম্বর টি আপনাকে আপনার মোবাইল
টি খুঁজে পেতে সাহায্য করবে।
৩. যদি আপনার মোবাইল টি হারিয়ে যায় তাহলে আপনাকে সুধু এই অ্যাড্রেস এ একটা মেইল করতে হবে। মেইল অ্যাড্রেস : cop@vsnl.net
৪. মেইল করার পরবর্তী ২৪ ঘণ্টার মদ্দে GPRS এবং internet এর মাধ্যমে আপনার মোবাইলটি ট্রেস করা হবে ।যে সব তথ্য
সহ আপনি মেইল করবেনঃ Your name: Address: Phone model: Make: Last used No: E-mail for communication: Missed date: IMEI No:
৫. এছাড়া নেটে অনেক রকমের সাইট আছে যেখানে আপনি রেজিষ্ট্রেসন করলে তারা আপনার মোবাইল ট্রেস করে দেবে ।এমন
কিছু সাইটের ঠিকানা : http://www.trackimei.com
৬. আপনারা চাইলে পূর্ব থেকে আপনার মোবাইলে মোবাইল ট্রাকার ইনস্টল করতে পারেন।এতে আপনি নিজেই মোবাইল
খুঁজে পেতে পারবেন।

মোবাইল থেকেই যেকোন ওয়েব পেইজকে PDF বানিয়ে ফেলুন নিমিষেই…

আমরা অনেক সময় ফেইসবুক,বিভিন্ন ওয়েবসাইট,ব্লগে,বা পত্রিকায় গুরুত্বপুর্ণ কলাম,টিপস বা কিছু গুরুত্বপুর্ণ কথা পেয়ে থাকি যা আমরা ব্রাউজারে সেভ করে রাখি… যা মোটেই নিরাপদ নয়।

কারণ যেকোনো সময় ফোন রিস্টোর দিলে তা আর পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু সবচেয়ে সুবিধা হয় যদি আমরা এটাকে পি ডি এফ আকারে রাখি… তাও আবার মোবাইলে!!!

এই লিঙ্কে যান….Http://www.web2pdfconvert.com

গিয়ে আপনার কাঙ্ক্ষিত পেইজ এর লিঙ্ক দিন। মনে রাখবেন যে সাইটের লিঙ্ক ই দেন না কেন এর আগে যেন http:// www থাকে…

তারপর convert to PDF এ ক্লিক করুন… কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ডাউনলোড করে দেখুন…. তো শুরু হয়ে যাক!

আপনার নোকিয়া সিম্বিয়ান মোবাইলে যেকোনো ধরনের ভিডিও দেখুন

আপনার সিম্বিয়ান সেটে যেকোনো ফরম্যাটের ভিডিও ফাইল ওপেন করতে পারবেন ।সফটওয়্যার টির নাম হল “July player”

skype নতুন বিডিও সুবিদা

নতুন ভিডিও কল সুবিধা নিয়ে আসছে স্কাইপ। ত্রিমাত্রিক প্রযুক্তির ভিডিও কল করার প্রযুক্তি পরীক্ষা করছে এই প্রতিষ্ঠান। দ্রুতগতির ইন্টারনেট, ত্রিমাত্রিক ক্যামেরা ও ত্রিমাত্রিক-পর্দার সাহায্যেই কেবল এ ধরনের ভিডিও কল করা যাবে।স্কাইপে কর্তৃপক্ষ জানায়, স্কাইপে ত্রিমাত্রিক ভিডিও কল সুবিধা যুক্ত হতে আরও কিছুদিন সময় লাগবে। আমরা ত্রিমাত্রিক ভিডিও কলের পরীক্ষা চলছে।

skype

মাইক্রোসফটের কর্মকর্তা মার্ক গিলেট জানিয়েছেন, পরীক্ষাগারে স্কাইপ ব্যবহার করে ত্রিমাত্রিক ভিডিও কল করার সুবিধা পরীক্ষা করে দেখা হয়েছে। কিন্তু ত্রিমাত্রিক ধারণ করতে পারে এমন পণ্য বাজারে কম। ত্রিমাত্রিক ভিডিও কল করার জন্য যে প্রযুক্তি ও ক্যামেরার প্রয়োজন হবে তা বাজারে না থাকায় মাইক্রোসফট এ ধরনের নতুন পণ্য তৈরিতে উদ্যোগ নিচ্ছে।

এদিকে, ১০ বছর পূর্ণ করে ১১ বছরে পা দিয়েছে ইন্টারনেটের মাধ্যমে বিনা মূল্যে

ফেসবুক আইডির অতি পরিচিত সমস্যা Photo Verification এর সমাধান।

ফেসবুক আসলে এমনে একটি সামাজিক যোগাযোগের মাধ্যম যাতে আপনি আপনার আশেপাশের পরিবেশের পরিচিত মানুষদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু অনেকেই ফেসবুকে নতুন মানুষের সাথে পরিচিত হতে চায়।

এর জন্য একজনের ফ্রেন্ডলিস্টে অনেক অপরিচিত মানুষ থাকে যাদের ছবি দেখে চেনা যায়না! আরেকটি বিরক্তিকর ব্যাপার হলো ফটো ট্যাগিং।

অনেকেই আজাইরা ছবিতে সবাইকে ট্যাগ করে । এজন্য আপনাকে যখন photo verification করতে দেওয়া হলে তখন আপনি গরু-ছাগলের
ছবিতে ট্যাগ করা মানুষ দেখতে পাবেন না । গরু- ছাগল দেখে আপনাকে বেছে নিতে হবে এটা কোন বন্ধুর ছবি ।

তাই দয়া করে ”ছবিতে আপনার বন্ধুর মুখ নেই এমন ছবি আপনার বন্ধুকে ট্যাগ করবেন না!

এবার আসি Photo Verfication যেভাবে বাইপাস করবেন ।

১. http://Google.com.bd এ যান ।
২. এখন আপনার একটি ছবির সাথে ৬টি বন্ধুর নাম থাকবে ।
৩. গুগল ইমেজ সার্চে লিখুন facebook +আপনার বন্ধুর নাম । মানে আপনার বন্ধুর নাম REYAJ হলে লিখবেন facebook+REYAJ

৪. এবার গুগল সার্চে আপনি অনেক ছবি দেখতে পাবেন ।

যদি কোন ছবি আপনাকে ভেরিফাই করতে দেওয়া ছবির সাথে মিলে যায় তাহলে বুঝবেন সেটা তারই ছবি!

আর যদি না মিলে তাহলে বাকি ৫জনের নাম দিয়ে একইভাবে ট্রাই করতে থাকুন!

৫. এরপরেও ছবিগুলো সনাক্ত না করতে পারলে আপনি ২টি প্রশ্ন স্কিপ করতে পারবেন।

এছাড়াও সবগুলো প্রশ্নে ১টি উত্তর ভুল হলেও আপনাকে পাশ করিয়ে

আপনি আপনার মোবাইলের জন্য থীম তৈরী করতে পারবেন.এবং যে কোন মডেলের মোবাইলের থিম আপনিই করতে পারবেন.

এখন থেকে আপনি আপনার মোবাইলের জন্য থীম তৈরী করতে পারবেন.এবং যে কোন মডেলের মোবাইলের থিম আপনিই করতে পারবেন.

কি বিশ্বাস হচ্ছে না ? পোস্ট টা দেখলেই বুজবেন

মোবাইলের থিমের পাশা পাশি আপনি যেকোন সেটের জন্য থীম ডাউনলোড করতে পারবেন ।

নিচের লিংকে ক্লিক করে প্রথমে রেজিট্রেশন করে নিবেন, এরপর লগিং করলেই মোবাইলের মডেল চাইবে এবং আপনার মোবাইলের মডেলে ক্লিক করবেন ।

এরপর আর আশাকরি আপনাদের বলতে হবেনা, পরবতী কাজ আপনারাই পারবেন কারন আমি মনেকরি আপনারা আমার চেয়ে অনেক দক্ষ ও পারদর্শী ।

থিম বানে এখানে ক্লিক করুন




mobile-Themes
আপনি চাইলে কোন সাইট ছাডাই নোকিয়া জাবা (Nth) থিম বানান

আপনারা অনেকেই জানেন নোকিয়া মোবাইলের একটি থিম টাইপ বা এক্সটেনশন হল .nth। আসলে এটি একটি জিপ ফাইল যা এক্সটেনশন পরিবর্তন করে থিম হিসেবে ব্যবহৃত হয়।

আর থিমের সকল Configure থাকে একটি .xml ফাইলে। আপনি প্রথমে থিম তৈরীর জন্য

ফেইসবুক সিকিউরিটি.. না দেখলে মিস করবেন

আসসালামু আলায়কুম !

আশা করি সবাই ভালো আছেন ! আজ আমি আপনাদের সাথে ফেসবুকের সিকিওরিটি নিয়ে আলোচনা করবো ।

আপনার ফেসবুকের ই-মেইল ঠিকানা এবং পাসওয়ার্ড যদি সবাই জেনে যায় । তাহলেও কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না।
এ জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডান পাশের Account থেকে Account Settings-এ ক্লিক করুন। এখন বাঁ পাশ থেকে security-তে ক্লিক
করুন।
নতুন পেজ এলে Login Notifications- এর ডান পাশে Edit-এ ক্লিক করুন।
Email-এর পাশের বক্সে টিক চিহ্ন দিয়ে Save Changes-এ ক্লিক করুন।
এখন Login Approvals-এর ডান পাশে Edit-এ ক্লিক করে Require me to enter a security code sent to my phone বক্সে টিক চিহ্ন দেওয়ার সময় নতুন বার্তা এলে Set Up Now-এ ক্লিক করুন।
এখন Phone number : বক্সে আপনার মোবাইল নম্বর লিখে Continue-তে ক্লিক করুন।
আপনার মোবাইলে একটি কোড নম্বর আসবে। কোড নম্বরটি কোড বক্সে লিখে

এখন আপনি ছাড়া আপনার মোবাইল থেকে কেউ কল করতে পারবে না

এইটা যদি কেউ আগে জানেন তাইলে ভালো । না জানলে জেনে নিন । আজ আপনাদের আমি জানাব কিভাবে আপনার নিজের মোবাইল দিয়ে অন্য কেউ কল দিতে না পারে । এজন্য আপনাকে যেতে হবে :– SETTINGS>CALL SETTINGS>SEND MY CALLER ID> (SELECT YOU)NO
এখন যে কেউ আপনার মোবাইল থেকে কল দিতে পারবে না । যখন আপনি কাউকে কল দিবেন তখন তার নাম্বারের আগে শুধু *31# বসিয়ে দিবেন । ব্যাস এখন মজা দেখুন ।

এতে যদি আপনারা উপকৃত হন তাহলে জানাবেন । কোনো ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

আপনার ফেইসবুক আইডিতে Photo verify আর আসবে না,একং আইডি হ্যাক করতে পারবে না

বতর্মানে facebook এ অনেকের এ্যাকাউন্ট কোন কারণ ছাড়াই block হচ্ছে।এতে lock খুলতে photo verification করতে হয়।

যা ৯৯ যদি আপনার এ্যাকাউন্টে এ রকম জটিল পরিস্তিতি থেকে রক্ষা করতে চান তাহলে।নিচে ধাপ অনুসারন করুন।

১. Settings & privacy এ যান
২. Security এ যান
3. Secure Browsing টা disable a clickকরেন।
৪. এখানে বেশ কিছু question আছে। আপনার পছন্দ মত কোন প্রশ্ন বাছাই করে তার উত্তর ঠিক করেন।

এবার password দিয়ে সেভ করেন। ব্যাস আপনার কাজ শেষ।

তবে আরেকটি উপায়ও কাজটি

ফেসবুক একাউন্টকে ফেসবুক পেজে রুপান্তর করুন


অনেকেই ফেসবুকে পেজ না খুলে একাউন্ট খুলে ব্যবহার করতেন বিশেষ করে সেলিব্রেটি বা কোম্পানী। ধীরে ধীরে এর অপকারিতাগুলো বুঝতে পারতেন । ফেসবুক একাউন্টে যে সমস্যাটি বেশী হয় তাহলো, ফেসবুক একাউন্টে ৫ হাজারের বেশী বন্ধু যোগ করা যায় না । কিন্তু পেজগুলোতে যত খুশি ফ্যান বানানো যায় । তাছাড়া আরো নানান সমস্যা আছে ।

সকল ঝামেলা থেকে মুক্তি দিতে ফেসবুক নিয়ে এলো নতুন ফিচার । যেকোন ফেসবক একাউন্টকে ফেসবুক পেজে রূপান্তর করা যাবে । আপনার সকল প্রোফাইল পিকচার নতুন পেজে ট্রান্সফার করা হবে । সবচেয়ে আকর্ষনীয় বিষয়, সকল বন্ধুদের ফ্যানে রূপান্তর করা হবে । অর্থাৎ এখন আপনার একাউন্টে যতগুলো বন্ধু আছে তখন পেজে ততগুলো লাইক থাকবে । এছাড়া অন্য কোন ডাটা ট্রান্সফার হবে না ।





কনভার্ট করতে এই লিংকে একটি ক্যাটাগরী বেছে তাতে ক্লিক করুন । তারপর সেই ক্যাটাগরী লিষ্ট থেকে একটি ক্যাটাগরী বেছে “Get Started” চাপুন । এরপর আপনি ফেসবুক পেজের যেকোন ফিচার ব্যবহার করতে পারবেন । আপনার ইমেইল , পাসওয়ার্ড দিয়ে সরাসরি পেজ হিসেবে লগইন করতে পারবেন ।

তবে সাবধান, একবার পেজ হিসেবে রুপান্তর হয়ে গেলে আর একাউন্ট (বা প্রোফাইল) হিসেবে ফিরে আসে পারবেন না । তাই ভেবে চিন্তে সিদ্ধান্ত নিবেন । যেহেতু ছবি ও বন্ধু ছাড়া কোন ডাটা আর ব্যবহার করতে পারবেন না, তাই সেগুলো ডাউনলোড করে নিতে ভূলবেন না যেন ।

এখন থেকে আপনার মোবাইল দিয়ে ফেইসবুকে ভিডিও আপলোড করতে পারবেন ।

আসসালামু আলাইকুম । আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন । ভালো থাকাটাই সবসময়ের প্রত্যাশা ।

ফেইসবুকে মোবাইল থেকে ভিডিও আপলোড করার কোনো অপশন নেই। Mark Zuckerberg মোবাইলে ফেইসবুক ইউজারদের এই অপশন থেকে বঞ্ছিত রেখেছেন।
আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটি software শেয়ার করছি,যা আপনি সহজেই পছন্দের সব ভিডিও ফাইল গুলো আপলোড করতে পারবেন মোবাইল থেকে।

যা করতে হবে :-

>> software টি
»ডাউনলোড করেন

Facebook+Video+Uploder.jar

নোট :- ডাউনলোড লিংকে কিল্ক করুন.একটা পেজ অপেন হবে.ঐ পেজের নিছে সপ্টওয়্যার নামের পর ডাউনলোড অপশনে কিল্ক করলে ফাইলটা ডাউনলোড হবে

>> তার পর সপ্টওয়্যার টা open করুন
> FaceBook connect ক্লিক করেন ।
>> এখন একটি উইনন্ডো আসবে, ডানদিকে উপরে Install ক্লিক করেন । confirm হলে exit দিন ।

এইবার CHOOSE VIDEO>(C/E) DRIVE CLICK > যে ভিডিও আপনি আপলোড করতে চান action ক্লিক । Description And Titel পূরন করেন ।

Cick To Finish…………

ফেসবুকে আপনের ছবিকে লোগো বানিয়ে ফেলুন + কিছু Emoticon দেওয়া হল

ফেসবুক দিন দিন আপডেট হচ্ছে আর নতুন নতুন পিচার নিয়ে আসছে,তার মাঝে ফেসবুকে আপনার ছবিকে লোগো বানান একটি.যাক দেখি কি ভাবে করা যায়.

প্রথমে [[আপনের ইউজার নাম]]

যেমন http://facebook.com/reyajhosan

এখানে http://facebook.com/reyajhosan এর থেকে [[reyajhosan]] কে এ ভাবে লিখতে হবে।

এবং নিচের যে কোন কোড স্পেস ছাড়া [[f9.adore]] এ ভাবে দিবেন



Adore [[f9.adore]]
Angel [[f9.angel]]
Angry [[f9.angry]]
Bomb [[f9.bomb]]
Bowl [[f9.bowl]]
Brb [[f9.brb]]
Cake [[f9.cake]]
Call Me [[f9.callme]]
Clap [[f9.clap]]
Coffee [[f9.coffee]]
Confused [[f9.confused]]
Curly Lip [[f9.curllip]]
Devil [[f9.devilface]]
Doctor [[f9.doctor]]
Ghost [[f9.ghost]]
Fall in Love [[f9.inlove]]
Kiss [[f9.kiss]]
Laugh [[f9.laugh]]
Baloons [[f9.baloons]]
Candle [[f9.candle]]
Billiard [[f9.billiard]]
Fast Food [[f9.fastfood]]
Piece of Cake [[f9.cakepiece]]
Gift [[f9.gift]]
Love [[f9.heart]]
Love Over [[f9.heartbreak]]
Lying [[f9.lying]]
Neutral [[f9.neutral]]
Pizza [[f9.pizza]]
Plate [[f9.plate]]
Raining [[f9.rain]]
Rainbow [[f9.rainbow]]
Rofl [[f9.rofl]]
Rose [[f9.rose]]
Rose Down [[f9.rosedown]]
Shock [[f9.shock]]
Shut Mouth [[f9.shutmouth]]
Blushing [[f9.shy]]
Silly [[f9.silly]]
Skeleton [[f9.skull]]
Sleepy [[f9.sleepy]]
Star [[f9.stary]]
Tongue [[f9.tongue1]]
Thumbs Down [[f9.thumbsdown]]
Party [[f9.party]]
Sun [[f9.sun]]
Ring [[f9.ring]]
Sunrise [[f9.sunrise]]
Wine [[f9.wine]]
Teddy [[f9.teddy]]



এই টা পোস্ট, কমেন্টে এবং মেসেজ এ কাজ করবে. কম্পিটারে এটা না ও দেখা যেতে পারে তো শুরু করুন ফান

অ্যান্ডয়েড ফোনের গোপন ফাইল লুকিয়ে রাখুন !

বিসমিল্লাহির রাহমানির রাহীম



বর্তমানে প্রায় সবার হাতে হাতে অ্যান্ডয়েড ফোন । আমাদের প্রত্যেকের ফোন কিছু না কিছু গোপনিয় ফাইল বা ছবি থাকে যা আমরা অন্য কারো সাথে সেয়ার করতে চাই না ।

আমি তাদের জন্য নিয়ে এলাম অ্যান্ডয়েড সিক্রেট বক্স । এই অ্যাপ মাদ্দ্যমে আপনি আপনার গোপনীয় অ্যাপ সমুহ লুকিয়ে রাখতে পারবেন তাহলে আর দেড়ি নয় ।

জলদি নিচের ডাউনলোড লিঙ্ক হতে নামিয়ে নিন http://uploadboy.com/23ew67t5qnxn.html
আসালামুয়ালাইকুম, আসা করি ভাল আছেন । আমি আপনাদের দোয়ায় ভাল আছি । আমি আজ আপনাদের জন্য নতুন একটি আপ্পা নিয়ে হাজির হয়েছি ।

কিভাবে আপনার পাসওয়ার্ড আরও শক্তিশালী করবেন??


১. পাসওয়ার্ডটি কমপক্ষে 8 – 12 অক্ষরবিশিষ্ট হওয়া উচিত। এটাকে শক্তিশালী করার জন্য বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে দিন এবং ভিতরে অন্তত একটা ! ” ? $ % ^ & ) * এ জাতীয় বিশেষ বর্ণ ব্যবহার করুন।

২. পাসওয়ার্ড দিয়ার সময় স্পেস ব্যাবহার করতে পারেন !!! অনেকেই হয়তো জানেন না যেমন =154545 5*&&^45 এইরকম কিছু ব্যাবহার করতে পারেন !!!!! তাহলে কি লগার এই স্পেসটা বুজতে পারে না !!!!

৩. আপনার পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী তা জানতে www.passwordmeter.com/ এখানে ক্লিক করতে পারেন এখানে গিয়ে আপনি Test Your Password এ আপনার যে কোন পাসওয়ার্ড লিখে দেখতে পারেন কোনটা কতটা শক্তিশালী, এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারন এখানে শুধু আপনার দেয়া অক্ষর গুলি পাসওয়ার্ড হিসেবে কতটা শক্তিশালী সেটাই দেখাবে… !!!!

৪. ইংরেজি ডিকশানারীর কোন শব্দ ব্যবহার করা যাবেনা । ডিকশানীতে যেসব শব্দ আছে সেগুলা একে একে ধরে চেক করা হয়। যেমন আপনার পাসওয়ার্ড যদি হয় educated তাহলে আপনি

Computer Password ভুলে গেলে করণীয় ! কম্পিউটারের এ্যাডমিনিষ্ট্রেটর কিবাবে হবেন.

সাধারণত বাসার কম্পিউটারে একাধিক ইউজার থাকে ফলে এ্যাডমিনিষ্ট্রেটিভ একাউন্ট ব্যবহার করতে হয় নিরাপত্তার জন্য। এ্যাডমিনিষ্ট্রেটিভ একাউন্ট ব্যতিত কোন সফটওয়্যার যেমন ইনষ্টল করা যায় না তেমনই অনেককিছুই পরিবর্তন করা যায় না। যদি কোন কারণে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড ভুলে যান তাহলে সেক্ষেত্রে বেশ বিপাকে পড়তে হয়। হয়তোবা নতুন করে অপারেটিং সিস্টেম ইনষ্টল কারারও প্রয়োজন হতে পারে। এমতবস্থায় আপনি যদি limited user ব্যবহার করে থাকেন তাহলে সহজেই limited user এর মাধ্যমে এ্যাডমিনিষ্ট্রেটিভ এর পাসওয়ার্ড পরিবর্তন করতে বা নতুন ইউজার খুলতে অথবা বর্তমান লিমিটেড ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটিভ হিসাবে ব্যবহার করতে পারেন। এজন্য কমান্ড প্রোম্পট খুলে (রানে গিয়ে Crtl+R চেপে cmd লিখে এন্টার করলে) নিচের পদ্ধতি অবলম্বন করুন।
cd\ লিখে

মাএ ২ টাকায় সারা দিন ফেসবুক ব্যবহার

ফেইসবুক মানে সবরকমের খবরাখবর , আমারা কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আজ কার মন খারাপ, কে আমাদের বন্ধু হতে চায়, কে আমাদের বিশেষ ম্যাসেজ পাঠাতে চায় এবং আরও কত কিছুর খবর খুব সহজেই আপনি পেতে পারেন ফেইসবুক থেকে। জীবন এখন ফেসবুক ছাড়া অসম্ভব এবং এরজন্যই এয়ারটেল এখন আপনার কাছে নিয়ে এলো ‘facebook মাত্র ২ টাকায়’! এই বিশেষ অফার সক্রিয় করে, আপনি সহজেই এবং নিয়মিত শুধুমাত্র ২ টাকায় ফেসবুক ব্যবহার করতে পারেন!

FB on USSD সাবস্ক্রাইব করতে ডায়াল করুন *325#

এই অফার টি সক্রিয় এবং নিষ্ক্রিয় করার জন্য, নীচের পদ্ধতি অনুসরণ করুন

একটি জয়ের সন্ধানে মুশফিক


বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিমের ধারণা, একটানা হার দলের আত্মবিশ্বাসে কিছুটা হলেও চিড় ধরিয়েছে। তবে একটি জয় পেলেই বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে।
বৃহস্পতিবার দ্বিতীয় ওয়ানডে ৬১ রানে হেরে যাওয়ার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এখন দলের আত্মবিশ্বাস একটু কম। তবে একটা জয় পেলেই এই পরিস্থিতি পাল্টে যাবে।”

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অন্তত একটি জয় চান বাংলাদেশের অধিনায়ক। তার জন্য শনিবার শ্রীলঙ্কার সঙ্গে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সতীর্থদের ভুল যতটা সম্ভব কম করার আহ্বান জানিয়েছেন তিনি।

“এতো ভুল করলে জয় পাওয়া খুব কঠিন হয়ে

‘শ্রমমান নিশ্চিত করুন, নইলে ব্যবসা ছেড়ে দিন’


কারখানায় আন্তর্জাতিক নিরাপত্তা ও শ্রমমান নিশ্চিত করতে অনাগ্রহী তৈরি পোশাক মালিকদের ব্যবসা বন্ধ করে খাত ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।


একইসঙ্গে তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় পরিবর্তনে সব মালিকরা যাতে অংশ নেয় তা নিশ্চিত করতে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর রূপসী বাংলা হোটেলে শ্রম আইন বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এই আহ্বান জানান রাষ্ট্রদূত।

মজীনা বলেন, “যে সমস্ত মালিক আন্তর্জাতিক নিরাপত্তা ও শ্রম অধিকার মান বজায় রাখতে চাইবে না তাদের ব্যবসা বন্ধ করে এই খাত ছাড়তে হবে।”

“শ্রমিকদের শোষণ করে মুনাফা এবং ভবিষ্যতে তাজরিন ফ্যাশনস ও রানা প্লাজার মতো দুর্ঘটনার মাধ্যমে

২০০ সিনেমা হল ডিজিটাল করবে জাজ মাল্টিমিডিয়া

নতুন নতুন সিনেমা নির্মাণের পাশাপাশি চলতি বছরে আরো ২০০ সিনেমা হলকে ডিজিটাল করার ঘোষণা দিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ বছর জুনের মধ্যে ১৫০টি এবং পরের ৬ মাসে (ডিসেম্বরের মধ্যে) আরো ৫০টি সিনেমা হলকে ডিজিটাল করা হবে। বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, সিনেমার ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে আমাদের উন্নত মানের টেকনোলজিনির্ভর সিনেমা নির্মাণের যেমন বিকল্প নেই, তেমনি সিনেমা হলগুলোর আধুনিক সংস্করণও অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। সবকিছু হিসাব-নিকাশ করেই ২০১৪ সালে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। কেবল নতুন ২০০ সিনেমা হলকেই ডিজিটাল করব না, পাশাপাশি আরো কিছু নতুন মুখ নিয়ে আসব চলচ্চিত্রে। শীষ মনোয়ার আরো বলেন,

চলচ্চিত্রের উন্নয়নও হবে, সেটা জলিলের হাত ধরে হলে ক্ষতি কি!

মাছরাঙ্গা চ্যানেলে জলিলের প্রথম ছবি খোঁজ দেখাচ্ছিল। ছবিটাতে যখনই অনন্তর দৃশ্য আসছিল – কেমন যেন শরীরের মধ্যে নানা রকম ব্যাথা শুরু হচ্ছিলো। জলিল সম্পর্কে আমার পূর্ব থেকে নির্মিত কোনো নেতিবাচক ধারণা ছিলো না। তারপরেও মনে হচ্ছিলো প্রেসার বেড়ে যাচ্ছে, পেটের মধ্যে গুরুম গুরুম শব্দ হচ্ছে। মাংসপেশীর মধ্যে ব্যাথা। আক্ষরিক অর্থেই এরকম হচ্ছিলো। ছবিতে ভালো ক্যামেরা ব্যবহার করা হয়েছে বলে ছবি চকচকা, সিনেমাটোগ্রাফি দৃষ্টিনন্দন। কিন্তু জলিল যখন দৃশ্যে আসেন তখন তার অভিনয় পুরো বিকর্ষণের কেন্দ্রবিন্দুতে। অভিনয়ের মধ্যে তো নানান ভাষা আসতে পারে, কোনো ক্যারেক্টার নন-কোলকোতাইয়ান বা কোলকাতাইয়ান ভাষার বাংলাদেশী ভার্সনের বিপরীতে কথা বলবে – এটাই স্বাভাবিক (স এর তলে ব দেয়া যাচ্ছে না), এবং বাংলাদেশের বেশীরভাগ

Thursday, February 13, 2014

স্মার্টফোন কেনার আগে যা জানার দরকার

বর্তমান সময় হল স্মার্টফোনের যুগ।সারা বিশ্বে এখন স্মার্টফোনের জয়জয়কার।প্রযুক্তির উৎকর্ষতার ফলে স্মার্টফোন এখন হাতের মুঠোয়। নানাবিধ সুবিধা থাকার কারনে এর বিক্রি বেড়ে চলেছে ক্রমাগত ভাবে। প্রযুক্তির সর্বশেষ এই সংস্করণ প্রযুক্তিপ্রেমী আগ্রহের কেন্দ্রে অবস্থান করছে। হাল ফ্যাশন এর তরুণদের চাহিদা মেটানোর পাশাপাশি আপনার কম্পিউটারের অনেক কাজও এতে করা যায়। একে কম্পিউটারের মোবাইল সংস্করণও বলা যায়। আপনিও স্মার্টফোনের একজন গর্বিত মালিক হতে পারেন। কিন্তু স্মার্টফোনের সম্পর্কে স্বচ্ছ ধারনা না থাকায় অনেকে স্মার্টফোন কিনতে পারছেন না।তাদের জন্য আমার আজকের এই ব্লগ। আসুন জেনে নেয়া যাক কি কি বিষয় স্মার্টফোনের কেনার ক্ষেত্রে যাচাই বা জেনে নিবেনঃ

প্রসেসরঃ স্মার্টফোনের প্রধান ও সবচে গুরুত্বপূর্ণ অংশ হল প্রসেসর। প্রসেসর আপনার স্মার্টফোনের মূল অংশ যা স্মার্টফোনকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। প্রসেসর ছাড়া স্মার্টফোন অর্থহীন। তাই স্মার্টফোন কেনার আগে জেনে নিন আপনার পচ্ছন্দের স্মার্টফোনের প্রসেসর সম্পর্কে। অনেকের ভুল ধারণা রয়েছে যে

ল্যাপটপ কেনার আগে জেনে নিন।

বিশ্ববিদ্যালয়ে তথ্য-প্রযুক্তিতে ভর্তি হবার পর থেকেই ল্যাপটপ এর প্রয়োজনীয়তা টের পাচ্ছি। বছরদুয়েক যাবত আমি আমি আবার না জেনে কিছু কিনি না। কিনার বহু আগে থেকেই ঐ বিষয় নিয়ে লেখাপড়া শুরু করে দেই (যদি ক্লাসের পড়াগুলা এরকমভাবে পড়তাম ????) এতে লাভ বৈকি লস হয়না।তাছাড়া, অনেক সময় একেকজন একেক সমস্যা নিয়ে আসতো। সবতো আর আমি জানি না, তখন শুরু হত খোঁজাখুঁজি, এতে দেখা গেছে আমার জানার পরিমাণটাও একটু বাড়ত।
বর্তমান যুগের ইন্টারনেট এর কল্যানে আমাকে আর পায় কে ? ল্যাপটপ বিষয়ে কিছু না বুঝলেই গুগলে সার্চ। অল্পস্বল্প অভিজ্ঞতা আর ইন্টারনেট এর কল্যানে আমি আজ ল্যাপটপ কিনার ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব।
ল্যাপটপ কিনার আগে যে জিনিসটি সবার আগে আসে তা হলঃ বাজেট।
চাইলেই তো হবেনা, সাধের সাথে সাধ্যের মেলবন্ধন ঘটাতে হবে। আগেই ঠিক করুন আপনি কত টাকা খরচ করে ল্যাপটপ কিনবেন, না হলে দেখা যাবে আপনি বুঝতেই পারবেননা আপনার কোনটি কিনা উচিত। বরঞ্চ, দেখা যাবে আপনি আপনার সাধ্যের বাইরে গিয়ে চিন্তা করছেন।

২য় যে জিনিসটি আসে, তা হলঃ আপনার

ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ

ঢাকা: বর্তমান যুগে ফেসবুক প্রত্যেকের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন অন্তত একবার করে ফেসবুক না দেখলে যেন চলেই না। আবার অনেকে তো প্রতি মুহূর্তেই মোবাইল ও বিভিন্ন উপায়ে ফেসবুকে থাকছেন। অর্থাৎ প্রতিদিনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছে ফেসবুক। তারচেয়েও বড় ব্যাপার হলো, ফেসবুকে ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষিত থাকে। এছাড়াও আপনার ফেসবুকের নিরাপত্তা এতোটাই গুরুত্বপূর্ণ যে, কেউ তা হাতে পেয়ে গেলে এর মাধ্যমে কেবল আপনার সম্পর্কে তথ্য চুরিই নয়, বরং আপনার চিত্রটাকেই সবার সামনে নষ্ট করে ফেলতে পারে।

ফেসবুক অ্যাপ্লিকেশন, কজ এবং বিজ্ঞাপন

ফেসবুকের অসংখ্য অ্যাপ্লিকেশনের অধিকাংশই নিরাপদ নয়। কিছুদিন আগে ফার্মভিলের মতো সর্বাধিক জনপ্রিয় কিছু অ্যাপ্লিকেশন ও গেমও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে স্বীকার করেছে যে, তারা বিজ্ঞাপনের স্বার্থে তাদের ব্যবহারকারীদের কিছু তথ্য দিয়েছে। এছাড়াও অসংখ্যা অ্যাপ্লিকেশনের ভাণ্ডারে হঠাৎই হয়তো এমন কোনো অ্যাপ্লিকেশন থেকে আপনাকে রিকোয়েস্ট বা ইনভাইট পাঠানো হলো যেটা পাসওয়ার্ড চুরি করে। কিন্তু আপনি তা কখনোই ধরতে পারবেন না।

আসল কথা হলো,

এবার কথা বলবে মৃত মানুষ

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ওয়েবসাইট নিয়ে আসছে এমনই এক ভার্চুয়াল সফটওয়্যার, যার মাধ্যমে প্রিয়জনরা চাইলে মৃত মানুষের সঙ্গে স্কাইপিতে কথা বলতে পারবেন।ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজির এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রামের এই ওয়েবসাইটের নাম ‘ইটারনি ডট মি’।এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো মানুষের মৃত্যুর পর তাকে ডিজিটালি পুনর্গঠন করা যাবে। সেই মানুষের জীবিত অবস্থার চ্যাট লগ, সোশ্যাল নেটওয়ার্কিং তথ্য, ছবি, ইমেইলের সাহায্যে সেই মানুষের স্মৃতি ও তার আদবকায়দা বানানো যাবে।ওয়েবসাইটটিতে জানানো হয়, ‘জীবদ্দশায় সৃষ্ট সমস্ত তথ্য সংগ্রহ করে জটিল কৃত্রিম ইন্টেলিজেন্স এলগারিদম ব্যবহার করে পুনর্গঠন করবে তাকে।’

মাত্র ৩.৬ সেকেন্ডে রিচার্জ হবে ত্রিমাত্রিক ব্যাটারি!

ব্যাটারির তৈরির নতুন ধরণের পদ্ধতি আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। কার্যকরিতার এবং আকারের দিক থেকে হার মানাবে অতিতের সব কিছুকে। বৈপ্লবিক পরিবর্তন আসবে ইলেকট্রনিক্স পণ্যের গঠন শৈলীতে। সম্প্রতি ত্রিমাত্রিক প্রযুক্তি নির্ভর এই ব্যাটারি নিয়ে অনলাইন জার্নাল ন্যাচার কমিউরিকেশনস এ গবেষণার বিস্তারিত বিষয়াদি প্রকাশিত হয়েছে। গবেষকদের মতে তাদের এই উদ্ভাবন সবচেয়ে বেশি পরিবর্তন নিয়ে আসবে স্মার্টফোন এবং ক্ষুদে আকৃতির ইলেকট্রনিক্স যন্ত্রপাতিতে।



স্বপ্নকে ছাড়িয়ে: আবিষ্কারের নেতৃত্বে থাকা ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের মতে, এ ধরণের ব্যাটারি নির্মাণে ব্যবহার করা হবে ত্রিমাত্রিক ইলেকট্রড। এই ত্রিমাত্রিক ইলেকট্রডের ছোঁয়ায় ব্যাটারির আকার হবে মাইক্রো [এক হাজার ভাগের এক ভাগ] পর্যায়ের। বাহ্যিক আকৃতির দিক থেকে যা বর্তমান সময়ের ব্যাটারির তুলনায়

নতুন খবর মাছ ধরতে স্মার্টফোন

স্মার্টফোন প্রযুক্তির ইতিহাসে কত কিছুতেই তো নাম লেখল। এবার এ স্মার্টফোন আপনার মাছ ধরার কাজেও সহযোগিতা করতে চায়। ফ্লোরিডার ঋৎরফধু খধন কোমপানি সমপ্রতি মাছ ধরার এই অ্যাপ্লিকেশন বাজারে ছেড়েছে। এই
অ্যাপ্লিকেশনটি আই ফোন এবং অ্যান্ড্রয়েড উভয় অপারেটিং সিস্টেমেই পাওয়া যাচ্ছে। ডিপার নামের ২.৪ ইঞ্চি ব্যাসের একটি গোলাকার বল আপনাকে সাহায্য করবে স্মার্ট ফিশফাইন্ডার নামের এই অ্যাপ্লিকেশনটির সাহায্যে মাছ ধরতে।
ধরুন আপনি কোন পুকুর গেলেন মাছ ধরার জন্য আর আপনার সঙ্গে আছে ডিপার নামের গোলাকার

Wednesday, February 12, 2014

বছরের সবচেয়ে বাজে পাসওয়ার্ডগুলো

চোখের ‘ভাষা’ ‍বুঝবে গ্যালাক্সি এস৫!

ল্যাপটপ কিনতে ঋণ পাবে শিক্ষার্থীরা


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বুধবার এ তথ্য জানান।
সচিবালয়ে তথ্য ও যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বুধবার এ তথ্য জানান।সচিবালয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মেলন কক্ষে তথ্য-প্রযুক্তি খাতের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি বলেন, “শিক্ষার্থীদের আউট সোর্সিংয়ের মাধ্যমে উপাজর্নক্ষম করে তোলার লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।”
প্রতিমন্ত্রী জানান, ল্যাপটপ কিনতে শিক্ষার্থীদের ঋণ দেয়ার ক্ষেত্রে রূপালী ব্যাংক ও পিকেএসএফ এরইমধ্যে সম্মতি দিয়েছে। এ কার্যক্রমে আরো ব্যাংক ও দাতা সংস্থাকে জড়িত করার উদ্যোগ নেয়া হচ্ছে।
কম্পিউটার সায়েন্সের শিক্ষার্থীদের দিয়ে এ কার্যক্রম শুরু করার ইচ্ছার কথাও জানান জুনায়েদ আহমেদ পলক।
তিনি বলেন, শিক্ষার্থীরা লেখাপড়ার সময় বা লেখাপড়া শেষ করে যাতে ঋণ শোধ করতে পারে এ কার্যক্রমে সে সুবিধাও থাকবে।
প্রতিমন্ত্রী পলক বলেন, ফেইসবুক ও সোশ্যাল মিডিয়ায় ইন্টারনেটের ফি কমানোর দাবি জানানো হচ্ছে।
“খুব অল্প সময়ের মধ্যেই ইন্টারনেটের দাম কমানোর ঘোষণা আসবে, আমরা তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার প্রতিফলন দেখাতে চাই।”


সরকারের পরিত্যক্ত ভবন ও জমিতে সফটওয়্যার টেকনোলজি কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে বলে জানান প্রথমবারের মতো প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া তরুণ এই রাজনীতিক।
তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় একটি আইটি ভিলেজ বা সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হচ্ছে।

ফেইসবুক কেন নীল!

  
দিনে অন্তত একবার হলেও লগ-ইন করা হয় ফেইসবুকে, তারপরও হয়ত অনেকেরই মনে নেই আজ ৪ ফেব্রুয়ারি, ফেইসবুকের দশম জন্মদিন। অনেকেই বলেন, ফেইসবুক এখন নাকি শুধু একটি ওয়েবসাইট নয় বরং পৃথিবীর ১০০ কোটির বেশি মানুষের দৈনন্দিন জীবনের অংশ। সদ্য কৈশোর পেরোনো কয়েকজন তরুণের ছোট্ট একটা স্বপ্নই যে একটা সময় পরিণত হবে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের সাইটে সেটাই বা ভেবেছিলেন ক’জন!


 হারভার্ডের এক ডরমিটরির ছোট্ট ঘরে বসে ফেইসবুকের শুরুটা করেছিলেন পাঁচ তরুণ; মার্ক জাকারবার্গ, এডওয়ার্ডো স্যাভেরিন. অ্যান্ড্রু ম্যাকালাম, ডাস্টিন মস্কোভিটজ আর ক্রিস হিউজ। সেই ডরমিটরির ছোট্ট ঘর ছেড়ে ফেইসবুক পরিবার এখন পুরো পৃথিবী জুড়ে। অথচ সেই ফেইবুকের অনেক মজার তথ্যই হয়তো জানা নেই অনেকের। জন্মদিন উপলক্ষ্যে না হয় এবার জেনেই নেয়া হল তার কয়েকটি।
১. ফেইসবুকের রং নীল কেন? : ফেইসবুকে শুধু নীল রংয়ের ছড়াছড়ি কেন? নীল পছন্দের রং না হলে দোষটা দিতে হবে জাকারবার্গকেই। ‘নচ্ছাড়’ এই কণিষ্ঠতম বিলিয়নেয়ার একেবারেই চেনেন না লাল আর সবুজ রং। কারণ আর কিছুই না, তিনি কালার ব্লাইন্ড। জাকারবার্গের কাছে সবচেয়ে উজ্জ্বল রং হচ্ছে নীল। ফেইসবুকের বদৌলতে নীল রংটা এখন এতটাই জনপ্রিয় যে ফেইসবুকের নীলের সঙ্গে মিল রেখে নেইলপলিশও বানিয়েছে প্রতিষ্ঠানটি। ফেইসবুক ক্যাম্পাস স্টোরে নাকি দেদারসে বিক্রিও হয় ‘সোশাল বাটারফ্লাই ব্লু’ শেইডের সেই নেইলপলিশ।




২. ৭০ ভাষার ফেইসবুক: ৭০টিরও বেশি ভাষায় ব্যবহার করা যায় ফেইসবুক। এমনকি আছে ফেইসবুকে ইংরেজিতে লেখা আইকনগুলো উল্টো করে দেখার অপশনও। নিউজফিডের ডান দিকে নিচে আছে পছন্দের ভাষা ঠিক করে নেওয়ার অপশন। বিশ্বাস না হলেও সেখান গিয়েই দেখুন না, খুঁজে পান কিনা উল্টো করে লেখা ইংরেজির অপশনটি।




৩. জাকারবার্গের ফ্যাশন সেন্স: ফেইসবুকের এই সহপ্রতিষ্ঠাতাকে নিয়ে তর্ক বিতর্কের অভাব নেই। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কণিষ্ঠতম বিলিয়নেয়ার হয়েও কর্পোরেট ড্রেস কোড তথা স্যুট-টাই পরার প্রথা তিনি মানেন না বললেই চলে। ধূসর রংয়ের টি-শার্ট অথবা হুডি ছাড়া জাকারবার্গের দেখা পাওয়া একেবারেই দুষ্কর। এর কারণ? আজ কি পরবেন সেটা ভাবার সময় নেই জাকারবার্গের, বরং ফেইসবুক নিয়ে আজ কি করবেন তা নিয়েই তার সব ব্যস্ততা। তাই সময় বাঁচাতে স্যুট-টাই বাদে জাকারবার্গের পছন্দ টি-শার্ট আর হুডি। গণমাধ্যমের সামনে জাকারবার্গ স্যুট-টাই পরে হাজির হয়েছিলেন স্রেফ দুই-একবার। একবার বারাক ওবামার সঙ্গে এক ইভেন্টে যোগ দিয়েছিলেন তিনি। আর তখন মার্কিন প্রেসিডেন্ট বেশ গর্ব করেই বলেছিলেন, “আমিই সেই ব্যক্তি যে মার্ককে

ফেব্রুয়ারিতেই নকিয়ার অ্যান্ড্রয়েড ফোন!