Friday, February 21, 2014

মোবাইল থেকেই যেকোন ওয়েব পেইজকে PDF বানিয়ে ফেলুন নিমিষেই…

আমরা অনেক সময় ফেইসবুক,বিভিন্ন ওয়েবসাইট,ব্লগে,বা পত্রিকায় গুরুত্বপুর্ণ কলাম,টিপস বা কিছু গুরুত্বপুর্ণ কথা পেয়ে থাকি যা আমরা ব্রাউজারে সেভ করে রাখি… যা মোটেই নিরাপদ নয়।

কারণ যেকোনো সময় ফোন রিস্টোর দিলে তা আর পাওয়া মুশকিল হয়ে যায়। কিন্তু সবচেয়ে সুবিধা হয় যদি আমরা এটাকে পি ডি এফ আকারে রাখি… তাও আবার মোবাইলে!!!

এই লিঙ্কে যান….Http://www.web2pdfconvert.com

গিয়ে আপনার কাঙ্ক্ষিত পেইজ এর লিঙ্ক দিন। মনে রাখবেন যে সাইটের লিঙ্ক ই দেন না কেন এর আগে যেন http:// www থাকে…

তারপর convert to PDF এ ক্লিক করুন… কিছুক্ষণ অপেক্ষা করুন। তারপর ডাউনলোড করে দেখুন…. তো শুরু হয়ে যাক!

2 comments:

  1. আপনার লেখা অনেক সুন্দর আমার প্রিয় সাইটা এটি

    ReplyDelete
  2. অনেক..........! অনেক.....! অনেক..! ভাল লাগল । এই রকম অসাধারন একটা পোস্ট দেয়ার জন্য ধন্যবাদ। আসা করি এই রকম পোস্ট আরও পাব। সময় থাকলে আমার list of online shopping sites সাইটে ঘুরে আস্তে পারেন।

    ReplyDelete