Friday, February 21, 2014

২০০ সিনেমা হল ডিজিটাল করবে জাজ মাল্টিমিডিয়া

নতুন নতুন সিনেমা নির্মাণের পাশাপাশি চলতি বছরে আরো ২০০ সিনেমা হলকে ডিজিটাল করার ঘোষণা দিলো প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এ বছর জুনের মধ্যে ১৫০টি এবং পরের ৬ মাসে (ডিসেম্বরের মধ্যে) আরো ৫০টি সিনেমা হলকে ডিজিটাল করা হবে। বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার সিইও মনোয়ার এহতেশাম শীষ বলেন, সিনেমার ডিজিটালাইজেশন এখন সময়ের দাবি। উন্নত বিশ্বের সঙ্গে তাল মেলাতে গেলে আমাদের উন্নত মানের টেকনোলজিনির্ভর সিনেমা নির্মাণের যেমন বিকল্প নেই, তেমনি সিনেমা হলগুলোর আধুনিক সংস্করণও অত্যন্ত জরুরি এবং অপরিহার্য। সবকিছু হিসাব-নিকাশ করেই ২০১৪ সালে আমরা বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছি। কেবল নতুন ২০০ সিনেমা হলকেই ডিজিটাল করব না, পাশাপাশি আরো কিছু নতুন মুখ নিয়ে আসব চলচ্চিত্রে। শীষ মনোয়ার আরো বলেন, ২০১৪ সালে কমপক্ষে ১২টি নতুন সিনেমা নির্মাণ করব আমাদের প্রতিষ্ঠান থেকে। বেশিরভাগই ছবিতেই সংযোজন ঘটবে নতুন প্রযুক্ত, নতুন গল্প, নতুন পরিচালক এবং নতুন নায়ক-নায়িকার। এরই মধ্যে বেশ কিছু সিনেমা নির্মাণের প্রস্তুতিও সম্পন্ন করেছি। শহিদুল ইসলাম খোকন, জাকির হোসেন রাজু, ইফতেখার চৌধুরী, সাফি উদ্দিন সাফির সঙ্গে কয়েকটি ছবির বিষয়ে চুক্তিও হয়ে গেছে আমাদের। প্রাথমিকভাবে শুটিংয়ের প্রস্তুতি চলছে হানিমুন, পথকলি, অগ্নি-টু শিরোনামের সিনেমাগুলোর। এছাড়া আমাদের নির্মাণাধীন সিনেমা অগ্নি, দেশা, দবির সাহেবের সংসার, ময়নামতি সিনেমাগুলোও মুক্তি পাবে ২০১৪ সালেই। আশা করি জাজের আগের সিনেমাগুলোর মতোই ধুন্ধুমার ব্যবসা করবে নতুন সিনেমাগুলো। আমাদের বিশ্বাস, আগামী বছরেই বাংলদেশের মূলধারার সিনেমাকে বাইরের দেশগুলোতে নিয়মিত মুক্তি দেয়ার পরিবেশ সৃষ্টি করব।

No comments:

Post a Comment