Friday, February 21, 2014

কিভাবে আপনার পাসওয়ার্ড আরও শক্তিশালী করবেন??


১. পাসওয়ার্ডটি কমপক্ষে 8 – 12 অক্ষরবিশিষ্ট হওয়া উচিত। এটাকে শক্তিশালী করার জন্য বড় হাতের এবং ছোট হাতের অক্ষর মিশিয়ে দিন এবং ভিতরে অন্তত একটা ! ” ? $ % ^ & ) * এ জাতীয় বিশেষ বর্ণ ব্যবহার করুন।

২. পাসওয়ার্ড দিয়ার সময় স্পেস ব্যাবহার করতে পারেন !!! অনেকেই হয়তো জানেন না যেমন =154545 5*&&^45 এইরকম কিছু ব্যাবহার করতে পারেন !!!!! তাহলে কি লগার এই স্পেসটা বুজতে পারে না !!!!

৩. আপনার পাসওয়ার্ড কতটুকু শক্তিশালী তা জানতে www.passwordmeter.com/ এখানে ক্লিক করতে পারেন এখানে গিয়ে আপনি Test Your Password এ আপনার যে কোন পাসওয়ার্ড লিখে দেখতে পারেন কোনটা কতটা শক্তিশালী, এখানে ভয় পাওয়ার কিছু নাই, কারন এখানে শুধু আপনার দেয়া অক্ষর গুলি পাসওয়ার্ড হিসেবে কতটা শক্তিশালী সেটাই দেখাবে… !!!!

৪. ইংরেজি ডিকশানারীর কোন শব্দ ব্যবহার করা যাবেনা । ডিকশানীতে যেসব শব্দ আছে সেগুলা একে একে ধরে চেক করা হয়। যেমন আপনার পাসওয়ার্ড যদি হয় educated তাহলে আপনি ডিকশানারী এটাকে খুব সহজে ধরা খাবেন।

৫. পাসওয়ার্ড লেন্থ যত বড় হয় তত ভাল !@#$% dsdagsg jjj

৬.লেটার ডিজিটের বাইরে স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে হবে, যেমন !@#$% ইত্যাদি।

No comments:

Post a Comment