স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিতব্য মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে নতুন চমক দেখাতে পারে কোরিয়ান ইলেক্ট্রনিক্স পণ্য নির্মাতা স্যামসাং। ২৪ ফেব্রুয়ারি ‘আনপ্যাকড৫’ নামে একটি প্রোগ্রামে সাংবাদিকদের আমন্ত্রণ জানিয়েছে স্যামসাং।
দক্ষিণ কোরিয়ান বাজার গবেষণা প্রতিষ্ঠান কেডিবি ডেইও সিকিউরিটিজ এক বিবৃতিতে গ্যালাক্সি সিরিজের পরবর্তী ভার্সনের স্মার্টফোনের কিছু প্রযুক্তিগত বিষয় প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, গ্যালাক্সি এসফোরের চেয়ে পর্দায় আয়তন বাড়বে। ৫.২ ইঞ্চি পর্দার হতে পারে গ্যালাক্সি এস৫। পর্দার প্রতি ইঞ্চিতে ৫৬০ পিক্সেল থাকতে পারে। ক্যামেরাও থাকবে আগের ভার্সনের চেয়ে উন্নত। পেছনের ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ও সামনের ক্যামেরা হতে পারে
তিন মেগাপিক্সেল।
অ্যাপলের আইফোন ফাইভএস এর মতো গ্যালাক্সি এসফাইভে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকতে পারে বলে জানা গেছে। এছাড়া যুক্ত হতে পারে আইরিশ স্ক্যানিং সেন্সর। এতে স্মার্টফোনের দিকে তাকালে স্বয়ংক্রিয়ভাবে তা আনলক হয়ে যাবে। তবে এ বিষয়ে জানতে চাইলে এবিসি নিউজকে কোনো মন্তব্য করেনি স্যামসাং।
No comments:
Post a Comment