Friday, February 21, 2014

আপনি আপনার মোবাইলের জন্য থীম তৈরী করতে পারবেন.এবং যে কোন মডেলের মোবাইলের থিম আপনিই করতে পারবেন.

এখন থেকে আপনি আপনার মোবাইলের জন্য থীম তৈরী করতে পারবেন.এবং যে কোন মডেলের মোবাইলের থিম আপনিই করতে পারবেন.

কি বিশ্বাস হচ্ছে না ? পোস্ট টা দেখলেই বুজবেন

মোবাইলের থিমের পাশা পাশি আপনি যেকোন সেটের জন্য থীম ডাউনলোড করতে পারবেন ।

নিচের লিংকে ক্লিক করে প্রথমে রেজিট্রেশন করে নিবেন, এরপর লগিং করলেই মোবাইলের মডেল চাইবে এবং আপনার মোবাইলের মডেলে ক্লিক করবেন ।

এরপর আর আশাকরি আপনাদের বলতে হবেনা, পরবতী কাজ আপনারাই পারবেন কারন আমি মনেকরি আপনারা আমার চেয়ে অনেক দক্ষ ও পারদর্শী ।

থিম বানে এখানে ক্লিক করুন




mobile-Themes
আপনি চাইলে কোন সাইট ছাডাই নোকিয়া জাবা (Nth) থিম বানান

আপনারা অনেকেই জানেন নোকিয়া মোবাইলের একটি থিম টাইপ বা এক্সটেনশন হল .nth। আসলে এটি একটি জিপ ফাইল যা এক্সটেনশন পরিবর্তন করে থিম হিসেবে ব্যবহৃত হয়।

আর থিমের সকল Configure থাকে একটি .xml ফাইলে। আপনি প্রথমে থিম তৈরীর জন্য
ছয়টি ছবি সিলেক্ট করুন। ছবি গুলো রিসাইজ করুন w=২৪০ এবং H=৩২০, Bit Depth দিন ২৪।

এবার পর্য়ায়ক্রমে ছবি গুলো নাম করন করুন এই ভাবে -
Calender_Display.jpg – ক্যালেন্ডার ব্যকগ্রাউন্ড
MainMenuDisplay.jpg – মেইন মেনু ব্যকগ্রাউন্ড
Player_Display.jpg – মিডিয়া / ডিফল্ট প্লেয়ার ব্যকগ্রাউন্ড
Radio_Display.jpg – রেডিও ব্যকগ্রাউন্ড
SubMenuDisplay.jpg – সাবমেনু ব্যকগ্রাউন্ড
Wallpaper.jpg – ওয়ালপেপার



আরো একটি gif ফাইল তৈরী করুন spacer.gif যার w=1px , H=1px এবং Bit Depth=96

এখন একটি টেক্সট এডিটর দ্বারা এই কোডটি লিখুন এবং save করুন।





<?xml version=”1.0″ encoding=”UTF-8″?><theme name=”RCOskin” version=”2.0″> <colors display=”main” idle_softkey_area_font_color=”0x1100e7″ status_area_font_color=”0x123a90″/><calendar_bg april=”Calender_Display.jpg” august=”Calender_Display.jpg” december=”Calender_Display.jpg” february=”Calender_Display.jpg” january=”Calender_Display.jpg” july=”Calender_Display.jpg” june=”Calender_Display.jpg” march=”Calender_Display.jpg” may=”Calender_Display.jpg” november=”Calender_Display.jpg” october=”Calender_Display.jpg” september=”Calender_Display.jpg”/><radio_audio_bg audio_bg=”Player_Display.jpg” radio_bg=”Radio_Display.jpg”/><background grid_menu_bg=”MainMenuDisplay.jpg” idle_softkey_area_bg=”spacer.gif” idle_status_area_bg=”spacer.gif” main_default_bg=”SubMenuDisplay.jpg”/><wallpaper main_display_graphics=”Wallpaper.jpg”/></theme>



এখন notepad দ্বারা লিখে তা save করি টেক্সট ফরমেটে এবং পরে তার নাম এবং এক্সটেনশন পাল্টে করি theme_descriptor.xml করি।

তার পরের কাজ খুব সহজ। এই ফাইল গুলোকে একত্রে জিপ করুন এবং .zip এক্সটেনশন পাল্টে .nth।

আশাকরি এই থিম আপনার মোবাইলে কাজ করবে। যদি ছবির সাইজ না মেলে তাহলে আপনার মোবাইলো ছবির সাইজ জেনে সেই অনুপাতে আপনার ছবি গুলো Resize করুন। শুধু nth ফরমেট এইভাবে কাজ করে।

আমার Nokia 6300(s40) এ কাজ করেছে। কাজ হলে জানাবেন। আর যে মোবাইলে যে সাইজ কাজ করেছে তা জানালে আশা করি অনেকে উপকৃত হবে। ~সংগ্রহিত

No comments:

Post a Comment