মহামারির মতো সাইবার অপরাধের সংক্রমণ, সংবাদমাধ্যমগুলোতে এ নিয়ে নিয়মিত প্রতিবেদনের পরেও বেশিরভাগ ব্যবহারকারীর যেন মাথাব্যথা নেই নিজেদের পাসওয়ার্ড নিয়ে। স্মার্টডিভাইসের সিকিউরিটি অ্যাপ নির্মাতা স্প্ল্যাশডেটার দেওয়া সাম্প্রতিক তথ্য অনুযায়ী বছরের সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ড হলে “123456”। যা হ্যাক করা একজন সাইবার অপরাধীর জন্য ছেলেখেলা মাত্র।
তালিকায় আরও আছে ‘monkey’, ‘letmein’, এবং ‘princess’ শব্দগুলো।
স্প্ল্যাশডেটার তৈরি সবচেয়ে বাজে পাসওয়ার্ডের তালিকাটি নিচে :
1. 123456
2. password
3. 12345678
4. qwerty
5. abc123
6. 123456789
7. 111111
8. 1234567
9. iloveyou
10. adobe123
11. 123123
12. admin
13. 1234567890
14. letmein
15. photoshop
16. 1234
17. monkey
18. shadow
19. sunshine
20. 12345
21. password1
22. princess
23. azerty
24. trustno1
25. 000000
No comments:
Post a Comment